জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং নবগঠিত রংপুর বিভাগ এর বিভাগীয় কেন্দ্র। অধুনা রংপুর জেলার উৎপত্তি রংপুর নামক প্রাচীন একটি অঞ্চল হতে।
রংপুর জেলার নামকরণ নিয়ে বেশকয়েকটি মতবাদ রয়েছে-
1.কোন এক সময় নেপালীগণ এ অঞ্চলে আগমন করে বসবাস করত। এবং তিস্তা নদীর অববাহিকা ও চরাঞ্চলকে তাদের ভাষায় “রঙ্গ” বলে।
2.ইংরেজ আমলে এ অঞ্চলে প্রচুর “রঙ্গ” (রেশম বা গুটি) সূতার উৎপন্ন হতো।
3.আসাম কামরূপের রাজা ভগদত্তের আমোদ প্রমোদের জন্য এ অঞ্চলে বাগান-বাড়ীসহ একটি “রঙ্গ মহল’ ছিল।
4.এখানে বাংলার শেষ সম্রাট দ্বিতীয় আলম শাহের প্রতিনিধি নবাব বাকের জঙ্গের “রঙ মহল” ছিল।
এবং এর থেকে “রংপুর” নামটির উৎপত্তি।
এক নজরে রংপুর
জেলা
1.আয়তন- ২৩০৭.৭৮
বর্গ কিলোমিটার
2.জনসংখ্যা
3.উপজেলা- ৮ (রংপুর
সদর, কাউনিয়া,
গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ,
মিঠাপুকুর)
4.পৌরসভা- ৩
5.ইউনিয়ন- ৮৪
6.মৌজা- ২১৫১
7.গ্রাম- ১৫১৯
8.ওয়ার্ড- ৩৩
9.মহল্লা ২০৩
10.জনসংখ্যা ২৫৩৪৩৬৫; পুরুষ
৫০.৯২%
ও মহিলা
৪৯.০৮%
11.মুসলমান ৮৯.৬%,
হিন্দু ৯.৫৯% ও
অন্যান্য ধর্মালম্বী
০.৮১%
12.শিক্ষার হার- ২৬.৭%; পুরুষ
৩৩.৫%
ও মহিলা
১৯.৪%
দ্শনীয় ও গুরুত্বপূর্ণ
স্থাপনা
1.তাজহাট জমিদার বাড়ি
2.লালবিবির সমাধি
3.কেরামতিয়া মসজিদ
4.কারমাইকেল কলেজ
5.তিস্তাবাঁধ প্রকল্প
No comments:
Post a Comment