Thursday, March 24, 2016

রংপুর

জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং নবগঠিত রংপুর বিভাগ এর বিভাগীয় কেন্দ্র। অধুনা রংপুর জেলার উৎপত্তি রংপুর নামক প্রাচীন একটি অঞ্চল হতে
রংপুর জেলার নামকরণ নিয়ে বেশকয়েকটি মতবাদ রয়েছে-

1.কোন এক সময় নেপালীগণ অঞ্চলে আগমন করে বসবাস করত। এবং তিস্তা নদীর অববাহিকা চরাঞ্চলকে তাদের ভাষায়রঙ্গবলে
2.ইংরেজ আমলে অঞ্চলে প্রচুররঙ্গ” (রেশম বা গুটি) সূতার উৎপন্ন হতো
3.আসাম কামরূপের রাজা ভগদত্তের আমোদ প্রমোদের জন্য অঞ্চলে বাগান-বাড়ীসহ একটিরঙ্গ মহলছিল
4.এখানে বাংলার শেষ সম্রাট দ্বিতীয় আলম শাহের প্রতিনিধি নবাব বাকের জঙ্গেররঙ মহলছিল

এবং এর থেকেরংপুরনামটির উৎপত্তি

এক নজরে রংপুর জেলা
1.আয়তন- ২৩০৭.৭৮ বর্গ কিলোমিটার
2.জনসংখ্যা
3.উপজেলা- (রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, মিঠাপুকুর)
4.পৌরসভা-
5.ইউনিয়ন- ৮৪
6.মৌজা- ২১৫১
7.গ্রাম- ১৫১৯
8.ওয়ার্ড- ৩৩
9.মহল্লা ২০৩
10.জনসংখ্যা ২৫৩৪৩৬৫; পুরুষ ৫০.৯২% মহিলা ৪৯.০৮%
11.মুসলমান ৮৯.%, হিন্দু .৫৯% অন্যান্য ধর্মালম্বী .৮১%
12.শিক্ষার হার- ২৬.%; পুরুষ ৩৩.% মহিলা ১৯.%

দ্শনীয় গুরুত্বপূর্ণ স্থাপনা
1.তাজহাট জমিদার বাড়ি
2.লালবিবির সমাধি
3.কেরামতিয়া মসজিদ
4.কারমাইকেল কলেজ
5.তিস্তাবাঁধ প্রকল্প

No comments:

Post a Comment